

সোমবার ● ১৬ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » আন্তর্জাতিক » মন্দিরে আটকে রেখে শিশুকে ধর্ষণের পর হত্যার বিচারকাজ শুরু
মন্দিরে আটকে রেখে শিশুকে ধর্ষণের পর হত্যার বিচারকাজ শুরু
অনলাইন প্রতিবেদক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কাঠুয়ায় আট বছরের এক মুসলিম শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটানার বিচারকাজ শুরু হয়েছে। তবে নিরপত্তার কারণে এ মামলার বিচার চণ্ডীগড়ে স্থানান্তরের জন্য আহ্বান জানিয়েছেন শিশুটির বাবা।
কাশ্মীরের বর্তমান পরিস্থিতিতে পুরো পরিবার নিরাপত্তা সঙ্কটে ভুগছে দাবি করে, সোমবার সুপ্রিম কোর্টে মামলার বিচার কাজ চণ্ডীগড়ে স্থানান্তরের আবেদন জানান তিনি। আলোচিত এ মামলায় মোট আটজনকে অভিযুক্ত করা হয়েছে। এদের মধ্যে ছয়জন রাজস্ব কর্মকর্তা এবং বাকি দুই জন পুলিশ কর্মকর্তা।
গত জানুয়ারিতে কাঠুয়ায় শিশুটিকে অপহরণের পর ৩দিন আটকে রেখে গণধর্ষণ করা হয়। পরে জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ভারত জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
