

সোমবার ● ১৬ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » বাংলাদেশ » সিলেটের “ঈদগাহ ময়দান” এখন ডেটিং স্পট!
সিলেটের “ঈদগাহ ময়দান” এখন ডেটিং স্পট!
রাসেল, নিজস্ব প্রতিবেদক: সিলেটের সবচেয়ে বড় এবং প্রাচীন ঐতিহ্যের নিদর্শন “ঈদগাহ ময়দান”। সিলেটের সকল ধর্মপ্রান মুসলমানগণ দুটি ঈদের নামাজ এখানে আদায় করে থাকেন এবং এখানে জানাজার নামাজও আদায় করা হয়। এই শাহী ঈদগাহ ময়দান মুসলমানদের জন্য পবিত্র একটি স্থান।কিন্তু কিছু দিন থেকে এই পবিত্র স্থানের পবিত্রতা নষ্ট করতেছে নামধারী কিছু নারী-পুরুষ, এমনকি এই পবিত্র স্থানকে প্রেমিক-প্রেমিকারা তাদের ডেটিং স্পটে পরিণত করার অপচেষ্টায় লিপ্ত। বিভিন্ন সময় সন্ধার পরেও দেখা যায় এসব প্রেমিক প্রেমিকাদের। ফটো তুলা, গল্প করা, আড্ডা দেওয়া হয়ে গেছে ঈদগাহের নিয়মিত দৃশ্য।
সিলেট সিটি কর্পোরেশন সহ ঈদগাহ কমিটি, যুবসমাজ ও ধর্মপ্রান মুসলমানদের দৃষ্টি আকর্ষণ করছি ঐতিহ্যবাহী এই ময়দানের পবিত্রতা রক্ষা করা সকলের দায়িত্ব।
এইসব অসামাজিক কার্যকলাপ ও মহিলাদের প্রবেশ বন্ধ করার জন্য ছোট বড় নির্বিশেষে সকল ধর্মপ্রাণ মুসলমানকে এগিয়ে আসতে হবে। ঈদগাহের পবিত্রতা রক্ষা করতে হবে।
